সিরাজগঞ্জের সলঙ্গায় মাঠ দিবস পালন
সিরাজগঞ্জের সলঙ্গায় রাজস্ব খাতের অর্থায়নে রবি ২০২৩/২০২৪ মৌসুমে জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত সরিষা প্রদর্শনীয় মাঠ দিবস পালন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকালে চবিলা গ্রামের ইসলাম খন্দকারের বাড়ি পাশে সলঙ্গা ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানের সঞ্চালনায় ও উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সুর্বণা ইয়াসমীন সুমী’র সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ বাবুল কুমার সুত্রধর,অতিরিক্ত উপ পরিচালক এনামুল হক,ঢাকা ভাটারা থানার কৃষকলীগের সভাপতি আমিনুল ইসলাম জাকির,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন প্রমূখ।
মাঠ দিবসে অংশ নিয়ে বক্তারা বলেন, ক্রমহ্রাসমান চাষযোগ্য জমিতে উচ্চফলনশীল জাত নির্বাচনের মাধ্যমে একটি জমি থেকে বছরে চারটি ফসল আবাদ করে অধিক লাভবান হওয়া সম্ভব।