শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গী ইজতেমায় প্রথম দিনে ৩ মুসল্লীর মৃত্যু কোনাবাড়ীতে হকার্স মার্কেটে অগ্নি কাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই বিশ্ব ইজতেমায় বয়ান শুনে ধ্যানে মগ্ন মুসল্লিরা সলঙ্গায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ টঙ্গী বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় টঙ্গী বিশ্ব ইজতেমায় এক মুসল্লীর মৃত্যু কোনাবাড়ীতে হোটেল হ্যাভেন ফ্রেসে চলছে রমরমা দেহ ব্যবসা গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জন উৎসব ও বিশ্বদ্যিালয় দিবস উদযাপন ১ ফেব্রুয়ারি স্বাধীনতার পর জাতির জন্য ভালো কিছু হয়নি তাতে একমত হবো না” ডাঃ শফিকুর রহমান

সাঁথিয়ায় সাংবাদিকদের ওপর হামলা

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার / ৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাবনার সাঁথিয়ায় ছয়জন সাংবাদিক হামলার শিকার হয়েছেেন এবং তাঁদের সাথে থাকা ক্যামেরা এবং লোগো ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষে সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, (১৪ মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে তৈয়ব আলীর বাড়িঘর ভাংচুরের সংবাদ সংগ্রহ করতে যান সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা , প্রতিদিনের সংবাদ পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আরটিভি পাবনা উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভি পাবনা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভি সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক এবং দৈনিক মানবকন্ঠ সাঁথিয়া উপজেলা প্রতিনিধি এম জে সুলভ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরকৃত ঘরবাড়ির ছবি তোলার সময় তাঁদের বাঁধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন স্থানীয় একেন আলির দুই পুত্র নাসির সরদার (৪২) ও হেলাল সরদার (৪৫)। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বলে দাবি ভুক্তভোগী সাংবাদিকদের।
অভিযোগে আরও জানা যায়, আরটিভির প্রতিনিধি তাইজুল ইসলাম ভিডিও ধারণ করতে গেলে তাঁর হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আনন্দ টিভির মনোয়ার পারভেজ মানিকের লোগো (বুম) ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় অভিযুক্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুই সহোদরকে আটক করেন।
সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বলেন, ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। সেইসাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর