মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর 

রোজা ও ঈদে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরগুনায় ক্যাবের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম : / ৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)প্রতিনিধি

বরগুনায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতার বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস এবং পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ সেলিম।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গুণীজন এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ীদের শুধু ব্যবসা করলেই হবে না। তাদের বিবেককেও কাজে লাগাতে হবে। রমজানে যাতে খাদ্যে কোনো ধরণের ভেজাল মেশানো না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। আসন্ন ঈদে দ্রব্যমূল্য নিয়ে যাতে সাধারণ মানুষের ভোগন্তির স্বীকার হতে না হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করলে আলাদাভাবে বাজার মনিটরিং করার প্রয়োজন হয় না। ব্যবসায়ীদের প্রতি তিনি অনুরোধ জানান, যাতে সবাই দেশপ্রেম নিয়ে ব্যবসা করে। সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের কাছ থেকে বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত গ্রহণ করেন এবং জনসাধারণের থেকে প্রাপ্ত অভিযোগগুলো তাদের সামনে তুলে ধরেন।
বরগুনা জেলা ক্যাবের সভাপতি জাকির হোসেন মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস, বরগুনা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, বিশিষ্ট সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল এবং চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ্। সিবিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক আবু ইউসুফ সাঈদ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ক্যাব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। উক্ত মতবিনিময় সভায় চাল, ভোজ্যতেল, গরু ও খাসির মাংস, মুদি, ভাসান ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেণীর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর