বেলকুচিতে বোমা বিস্ফোরণ মামলার আসামি আবু তালেব গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু’র ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন ও থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপরে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি আবু তালেবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার সুবর্নসাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ জুলহাজ উদ্দিন বিপিএম (বার), পিপিএম জানান, আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি। শনিবার বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্নাসাড়া গ্রামে শ্রমিকলীগ নেতা মোতালেবের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু নামে একজন নিহত হয়।