কোনাবাড়ীতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা
গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি গঠনের দেড় বছর পর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত রোববার কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক নওফিল আজাদ রাফি স্বাক্ষরিত প্যাডে এ তথ্য জানানো হয়।
কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন জানান,ওয়ার্ড ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে রোববার (২৫ মে) ৭,১০,ও ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এর আগে গত বছর (১৯ অক্টোবর) এক বছরের জন্য ৮ ও ৯ নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়। মো.মেহেদী হাসান রায়হানকে সভাপতি ও মো. নাফিজ আহমেদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ৮ নং ওয়ার্ডের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ও ৯ নং ওয়ার্ডে মো.সজিব আহমেদ শাওন এবং হেলাল শেখকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
তিনি আরো বলেন,আগামী তিন মাসের জন্য মো.সাজ্জাদ হোসেন পাভেলকে আহবায়ক করে ৭ নং ওয়ার্ডে ১২ সদস বিশিষ্ট,১০ নং ওয়ার্ডে মো.শুভ আহম্মেদকে সভাপতি এবং মো.ইসমাইল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ও ১১ নং ওয়ার্ডে এস এম আলিফকে সভাপতি এবং মো.শাওন সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। বাদ রয়েছে (১২ নং) আর একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে কিছু সমস্যা রয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান করে নতুন কমিটি ঘোষণা করা হবে।
কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওফিল আজাদ রাফি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোনাবাড়ী থানা ছাত্রলীগ বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে কোনাবাড়ী থানা ছাত্রলীগ সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।