সিরাজগঞ্জে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনাসভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনের
সোমবার (১০জুন) বিকেলে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা বংকিরাট ইউ ব্লকে
মাঠ দিবস দহকুলা গ্রামের হাজী মোঃ আজিজুল হকের বাড়ীর আঙিনায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উল্লাহ পাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল মনিটরিং অফিসার, মোঃ আখেরুর রহমান,উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উল্লাপাড়া উপজেলা মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই মাষ্টার প্রমুখ।
এসময়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের কৃষি উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম, কৃষি উপ-সহকারী মোঃ হাদিদুল ইসলাম, মোঃ রমজান আলী, মোঃ বসির উদ্দিন মোঃ আব্দুল মান্নাফ, মোঃ তানভীর ইসলাম সহ অন্যান্যরা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, স্থানীয় কৃষক-কৃষাণী এবং গন্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে।
অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে প্রকল্প হতে প্রাপ্ত বীজ সংরক্ষণ ড্রাম প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া ইউজেডজিপি প্রকল্প হতে প্রাপ্ত মধু রিফাইনারি মেশিন পরিদর্শন করা হয়।