সিরাজগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার
সিরাজগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
শুকবার (৫ জুলাই) দুপুরে র্যাব ১২’র অধিনায়ক মারুফ হোসেন এক বিফ্রিং এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গত রাতে সিরাজগঞ্জ সদর থানার ফুলকুচা এলাকায় একটি কাভার্ড ভ্যান হতে ১৫১ বোতল ফেনসিডিল ও সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকায় ভুট্টা ভর্তি ট্রাক হতে ৫১১ বোতল ফেনসিডিল ও ভোর শেরপুর থানার হাজীপুর এলাকায়” একটি যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় কুষ্টিয়া সদর থানার খাজানগর গ্রামের বক্কার শেখের ছেলে মোজাহার শেখ (৩১),লালমনিরহাট জেলার আদিতমারী থানার মদনপুর গ্রামের নুর মোহাম্মদ ছেলে আব্দুল মোনা (১৯), কুড়িগ্রাম জেলার কচুকাটা থানার কেদার (খাঁ পাড়া) গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৫),ভুরুঙ্গামারী থানার কাঠগিরি গ্রামের মঈন আলী’র ছেলে নিজাম উদ্দিন (৪০) ও কচাকাটা থানার দক্ষিন বলদিয়া গ্রামের তমছের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০)কে ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৮টি মোবাইল,নগদ ৬ হাজার ৮শত ৯০ টাকা,১টি ট্রাক এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায়, সলঙ্গা থানা ও শেরপুর থানায় একটি মামলা করা হয়েছে।