শিরোনামঃ
হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে, চলমান অন্যায়- অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায়, দুর্নীতিবাজ ও তাদের প্রত্যক্ষ মদদপুষ্ট কতিপয় বিপথগামী শিক্ষার্থী দ্বারা শতামেক ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতালের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, দুর্নীতির কারণেরই এখন পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাস গড়ে উঠেনি। তারা জানান, আরো আগেই ক্যাম্পাসের হোস্টেলে তাদের অবস্থান করার কথা থাকলেও, এখন তারা ভাড়াকৃত হোস্টেল থাকছেন।
এ মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে, তাদেরকে হুমকি-ধামকির সম্মুখীন হতে হয়। ক্যাম্পাসের তৈরি বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেছেন। পরবর্তীতে এসব যন্ত্রপাতি যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও শিক্ষার্থীরা অভিযোগ তুলেন।
সংবাদ সম্মেলন শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর