রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

শার্শা উপজেলা বালুন্ডা বিদ্যালয়ে পিকেএস যশোরের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান

রিপোর্টারের নাম : / ৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ছানিজনিত নিরাময়যোগ্য অন্ধত্ব নিবারণে পিকেএস যশোরের মেডিকেল টিম শনিবার (২৭জুলাই) উপস্থিত হয়েছিল যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পুরুষ ও মহিলা সুবিধাবঞ্চিত ৩৯৪ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়।

পিকেএস এর মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা চোখ পরীক্ষা করেন। তিনি চোখ পরীক্ষা করে রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানসহ ৬২ জন ছানি রোগী চিহ্নিত করেছেন। তাদেরকে চলতি সপ্তাহে পিকেএস ক্লিনিক যশোরে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে চোখে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। এছাড়াও ২৪ জন গরীব রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পিকেএস এর ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর