রায়পুরায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়
নরসিংদী প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পরে চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে রায়পুরা উপজেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
শুক্রবার (১৬ আগস্ট)বিকালে রায়পুরা প্রেসক্লাব এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন,দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মোঃফরিদ উদ্দিন, পৌর বিএনপি আহবায়ক মো ইদ্রিস আলী মুন্সি, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম (পলাশ),উপজেলা যুবদল সদস্য সচিব মানিক চৌধুরী সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক,কোষাধ্যক্ষ সালেহ হোসেন (পলাশ),সাবেক সভাপতি মো মোস্তফা খান সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দরা।