সীতাকুণ্ডে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন বাড়বকুণ্ড এলাকায় চাঁদা দাবী ও মারধর করার প্রেক্ষিতে আলেয়া বেগম বাদী ছাত্রদল কর্মী আরিফ সহ আরো দুজন কে আসামী করে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম এ সি.আর মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায় বিগত ০৬/০৮/২০২৪ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় আসামীগণ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া আরিফসহ আরো ২ আসামীর নেতৃত্বে আলেয়া বেগম এর বসতবাড়ীতে উপস্থিত হইয়া সংঘবদ্ধভাবে শক্তির মহড়া এবং দাপট প্রদর্শন করিয়া ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করিয়া এক অরাজক ও বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে। তৎপর আসামীগণ বাদীনির বসত বাড়ীতে সি.সি ক্যামেরা ভাংচুর করে ঘরের গেইটের লক ভাঙ্গিয়া বসত ঘরে ব্যাপক লুটতরাজ ও ভাংচুর করে। আসামীগণ অন্ত্রসস্ত্রে সজ্জিত থাকায় গৃহের অভ্যন্তরে থাকা বাদীনির পুত্রবধূগণ ভয়ে আতংকে কোন মতে পিছনের দরজা দিয়ে বের হইয়া যায়। তৎপর আসামীগণ বাদীনির বসত ঘরের ২য় ও ৩য় তলায় ব্যাপক লুটতরাজ চালায় ও ভাংচুর করে। তৎসময়ে আসামীগণ ২য় তলায় বাদীর প্রবাসী পুত্র আবুল হাশেমের ঘরের আলমারী থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ০১টি মোবাইল, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী সহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি এবং ৩য় তলায় বাদীর অপর পুত্র ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের ঘরের আলমারী থেকে ০৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর, ০৩টি এন্ড্রয়েড মোবাইল, টিভি, ল্যাপটপ, মূল্যবান ০২টি ডিজিটাল স্মার্ট ডোর লক, ব্যাংকের ক্রেডিট কার্ড সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্রাদি নিয়ে যায় বলে মামলাতে উল্লেখ করেন।