সলঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা গোয়াল ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে উম্মিয়াত নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানার ঘুড়কা ইউনিয়নের পুরানপাড়া (হঠাৎ পাড়া) গ্রামে নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু মোছা: উম্মিয়াত খাতুন (২৭) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের পুরানপাড়া পাড়া (হঠাৎ পাড়া) গ্রামের রাজু আহমেদের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,নিহত উম্মিয়াত খাতুন সকাল ১০ টার দিকে তার ছেলে বাইজিত কে নিয়ে শ্বশুর সিরাজুল ইসলাম ও তার শ্বাশুড়ি মর্জিনা খাতুনে সাথে পারিবারিক কলহ ও ঝগড়া হয়। পরে নিজ বাড়ীতে গোয়াল ঘরের ধরনার সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করে।
তার স্বামী দুপুরে বাড়িতে এসে খুজে না পেয়ে গোলায় ঘরে দেখতে পায় তার স্ত্রী ঘরের ধরনার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। তার চিৎকারে বাবা,মা এসে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঘুড়কা বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন,মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।