উল্লাপাড়ায় কৃষকের পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে দবিরগঞ্জ গ্রামে এ কেন্দ্রের উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি,উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আরিফ মাহমুদ,সোহেল আরমান, সুরুজ্জামান,আলিমসহ স্থানীয় কৃষকরা।
এসময় কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন,প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন যার নিউট্রিশন,এন্টারপ্লেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন BANGLADES (পার্টনার) সকল্পের আওতায় রোপা আমনের কৃষক মাঠ স্কুল পরিচালনা করা হয়।
এই প্রোগ্রাসের উদ্যেশ্য কৃষকদের স্মার্ট কৃষকে পরিনত করা,উৎপাদন ৩ উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণ করা। বর্তমানে উল্লাপাড়ায় রোপা আমনের ৪টি PFS চলমান রয়েছে।এই কৃষক মাঠ স্কুলে ২৫ জন কৃষক কৃষানিকে নিয়ে পরিচালিত হচ্ছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে আধুনিক ধান উৎপাদন কলাকৌশলের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।