সিরাজগঞ্জে ব্রাইট হাসপাতালে ডায়াবেটিক কর্নার এর শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জবাসীদের শতভাগ সেবার মান নিশ্চিত ও ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ডায়াবেটিক কর্নার’ নামে একটি নতুন সেবা চালু করেছে সিরাজগঞ্জের অন্যতম স্বাস্থ্য বিষয়ক সেবামূলক প্রতিষ্ঠান ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড ।
শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে আউটলেটে গ্রাহকদের জন্য এ ‘ডায়াবেটিক কর্নার’ উদ্বোধন করেন, রংপুর মেডিকেল কলেজর অধ্যাপক ও প্রাক্তন প্রধান বিভাগীয় এন্ডোক্রিনোলজি,প্রফেসর ডাঃ লাইক আহমেদ খান।
অনুষ্ঠানটি, ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের, চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির জিএম এ.বি.এম. কারিমুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের, সহযোগী অধ্যাপক ডাঃ এস এম কামরুল হাসান (পারভেজ)।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগীয় প্রধান, ডা. মো .হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল হামিদ মোল্লা, সহকারী রেজিস্ট্রার, কার্ডিওলজি ডাঃ সুমন কুমার রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটি ডিরেক্টর রাশিদুল হাসান সোহাগ।
দিনব্যাপী অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সর্বশেষ গাইডলাইন অনুযায়ী ডায়াবেটিক চিকিৎসা সম্পর্কে ডক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।