সলঙ্গায় “আরিফ প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের সলঙ্গায় “আরিফ প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) সকালে আরিফ প্রি-ক্যাডেট স্কুল চত্বরে অত্র বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সানজিতা রানী’র সঞ্চালনায় অভিভাবক সমাবেশ ও পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
অলিদহ দক্ষিণপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের উপদেষ্টা ফজলুল হক বলেন, এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে কোন ভাবেই বঞ্চিত না হয়। সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে এই প্রতিষ্ঠানের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, ভালো ফলাফলের জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।
“আরিফ প্রি-ক্যাডেট স্কুলের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হামিদুর রহমান ও আঃ রউফ বলেন, এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে কৃতিত্ব অর্জন করেছে। সুন্দর ও মনোরম পরিবেশে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শ্রেনি কক্ষে পাঠদান করানো হয়। একটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
“আরিফ প্রি-ক্যাডেট স্কুলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম বলেন, এলাকার কোমল মতি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য। একটি শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। মনে রাখবেন ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ হলে সেটি সঠিক ভাবে গড়ে তোলার দায়িত্ব্য শিক্ষকদের কিন্তু পাশাপাশি মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশানুরূপ প্রত্যাশিত। তবে শিক্ষক ও শিক্ষিকাদের আরোও পরিশ্রম করতে হবে, যেন ছেলে-মেয়েরা আরও ভালো করতে পারে। কেননা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
এছাড়াও বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ আলী, সহকারী শিক্ষক সজিব আহমেদ জয়, রাজিয়া পারভীন, উপদেষ্টা মন্ডলীর সদস্য রওশন আলী, তাপস চন্দ্র মুন্ডা, অভিভাবক সদস্য আরিফুল ইসলাম, বেলাল হোসেন, মাহবুবা খাতুন, জিয়াসমিন খাতুন, শেফালী খাতুন, শিউলী খাতুন প্রমূখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিমা খাতুনসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।