হাইওয়ে এসপি’র যানজট নিরসনে বেনাপোল স্থল বন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :বেনাপোল স্থলবন্দরের যানজট নিরসনে বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান। বুধবার ৬নভেম্বর বিকেলে তিনি বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন।
এসময় তিনি বেনাপোল কাস্টম, বন্দর, পুলিশ, বিজিবি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে যানজট নিরসনে বিস্তর আলোচনা ও করণীয় সম্পর্কে মন্তব্য করেন। পরে, ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াতকারি পাসপোর্ট যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার নাসিম খান, বেনাপোল কাস্টম হাউসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) জাহাঙ্গীর আলম(চেকপোস্ট) , নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া, চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ফারুক হোসেন মজুমদার, আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ফরিদ হোসেন, স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক শহিদ, ৮৯১ এর সাধারণ সম্পাদক রিন্টু প্রমুখ।