ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ-স্মারকলিপি প্রদান
মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: ছয় দফা দাবি আদায়ের লক্ষে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার খামারিরা।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানারে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ বের করেন খামারিরা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌড়াস্তায় এসে অবস্থান নিয়ে মানববন্ধন করেন খামারিরা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাহাঙ্গির আলম,সাধারণ সম্পাদক জাবেদ আলী সহ খামারিরা।
এসময় বক্তরা ডিম ও মুরগির ন্যায্য মূল্য বাস্তবায়ন, মুরগির বাচ্চার সংকট সমাধান সহ ৬ দফা দাবি আদায়ের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন খামারিরা।