জয়পুরহাটে কৃষক সমাবেশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃবাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে হাটশহর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়তারা ইউনিয়ন কৃষক দরের আহবায়ক শিহাব উদ্দীন মাস্টারের সভাপতিত্বে, প্রধান অতিথি, সেলিম রেজা ডিউক ও প্রধান বক্তা ছিলেন, কাজী মনজুরে মওলা পলাশ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক দরের আহবায়ক জাকির হোসেন।
বড়তারা ইউনিয়নের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের সঞ্চালনায়
এছাড়াও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অত্র ইউনিয়নের কৃষক দলের আহবায়ক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়, কমিটির সভাপতি মুকুল হোসেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম
নির্বাচিত হয়েছে।