শিরোনামঃ
বশেমুরকৃবি’র গ্র্যাজুয়েট প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বশেমুরকৃবি’র অটাম ২০২৪ টার্মে ভর্তিকৃত এমএস এবং পিএইচডি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (১৫ ডিসেম্বর) রবিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত এমএস ও পিএইচডিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠালগ্নে কৃষিবিজ্ঞান কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অনন্য অবদানের জন্য ‘সেন্টার অব এক্সিলেন্স ইন এগ্রিকালচার স্টাডিজ’ হিসেবে পরিচিতি পেয়েছে এবং তারই সাফল্যের ধারাবাহিকতায় ‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনির্ভার্সিটি র্যাংকিং ২০২৫’ এ বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। এ বিশ্ববিদ্যালয়কে ছাত্রবান্ধব উল্লেখ করে নবাগত শিক্ষার্থীদের তিনি বশেমুরকৃবি’র একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করার প্রতিও বিশেষ গুরুত্বারোপ করেন।
এ বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক উল্লেখ করে গবেষণামাঠ ও গবেষণাগারের সার্বিক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রক্টর প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত শিক্ষার্থীদের যথাযথ নিয়মানুবর্তিতা অনুসরণপূর্বক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও মৌলিক গবেষণার ক্ষেত্র ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ সমৃদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা ছাত্রশৃঙ্খলা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক ও শিক্ষকবৃন্দ এবং অনুষদীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর