বশেমুরকৃবি’তে ‘ডিজিটাল স্কিল্স ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণের ওরিয়েন্টেশন
আধুনিক প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার দক্ষতায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতার উপর প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গত ২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে বশেমুরকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ সাইফুল আলম উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসটি) বিভাগের প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা। এছাড়া আরো উপস্থিত ছিলেন ১৩, ১৪ ও ১৫ তম ব্যাচের প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ। প্রশিক্ষণের উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, দিন যতই এগিয়ে যাচ্ছে পৃথিবীর প্রতিটি ক্ষেত্র ততই প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। আর তাই আমাদের শিক্ষার্থীরা যাতে এ প্রতিযোগিতায় নিজেদের স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরতে পারে সেজন্যই আজকের এ কম্পিউটার প্রশিক্ষণ। কম্পিউটার দক্ষতার উপর বিশেষ জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপাচার্য। অন্যদিকে ট্রেজারার শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের প্রতি বিশেষ আহ্বান জানান। এবারের এ প্রশিক্ষণ কর্মসূচি ৩ জন ইনস্ট্রাক্টর ফাউন্ডেশন এবং ইন্টারমেডিয়েট লেভেলের ২টি স্তরে প্রশিক্ষণ
প্রদান করবেন। উল্লেখ্য, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর তত্ত্বাবধানে ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ (ইডিজিই) নামে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।