শীর্তাতদের মাঝে সেচ্ছাসেবকদলের কম্বল বিতরণ
সিরাজগঞ্জের সলঙ্গা-উল্লাপাড়া সেচ্ছাসেবকদলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে চৈত্রহাটি বাজারে কম্বল বিতরণে রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদারের সভাপতিত্বে,কম্বল বিতরণের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হাসান অভি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব রনজু আহমেদ মুন্সি,উল্লাপাড়া পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম।
এসময় রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রউফ সঞ্চালনায় ও সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আরোও উপস্থিত ছিলেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক আল-আমীন সরকার, আনিছুর রহমান (নান্নু), রেজাউল করিম, সেলিম রেজা, সাখাওয়াত হোসেন, আঃ আলিম,সবুজ আহমেদ,সদস্য সেরাজুল, শামীম, মোখলেছুর,মনিরুল,বাচ্চু,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব আহমেদ জয়,সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম,রামকৃষ্ণপুর ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনিসহ সেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।