টঙ্গী ইজতেমায় প্রথম দিনে ৩ মুসল্লীর মৃত্যু
গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে প্রথম দিনে তিন মুসল্লীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৩নং রাণী শিমুল গ্রামের সব্দুল্লাহর ছেলে সাবেদ আলী (৭০) এবং রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থানার
মৃত নওয়াব উল্লার ছেলে ইয়াকুব আলী (৬০)হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মো: হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান গতকাল শুক্রবার সকালে আব্দুল কুদ্দুস গাজী বিকেলে সাবেদ আলী এবং রাতে ইয়াকুব আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে ফজরের নামাজের পরে বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ তরজমনা করছেন মাওলানা উবায়দুর রহমান।
এবারে বিশ্ব ইজতেমায় ৭২টি দেশের ২ হাজার ১৫০জন বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। প্রথম পর্বে ঢাকা জেলার আংশিকসহ ৪১ টি জেলার মুসল্লীরা ইজতেমায় এসেছেন। প্রথম দিনে শুক্রবার জুমার নামাজে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান জুমার নামাজ আদায় করেছে বলে জানিয়েছেন তিনি তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মোঃ হাবিবুল্লাহ রায়হান।