শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রমিকের আত্মহত্যা কারখানা কর্তৃপক্ষের শোক দুই কর্মকর্তা অব্যাহতি ডা. শফিকুর রহমান যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালায় না! যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বশেমুরকৃবি’তে আনন্দ-উৎফুল্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

দিনব্যাপী নানা খেলা আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলা অনুশীলন করার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্রীড়া প্রতিযোগিতার এ অনুষ্ঠানের সূচনা হয় আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় শান্তির প্রতীক কবুতর উড়ানো, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে।

পরে সকাল ১০টায় মার্চ-পাস্ট পরিদর্শন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বশেমুরকৃবি’র প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মোট ২০টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ট্র্যাক ও ফিল্ডের সমন্বয়ে অনুষ্ঠিত ২০টি ইভেন্টের মধ্যে ১১টি ইভেন্ট ছেলেদের জন্য এবং ৯টি মেয়েদের জন্য নির্ধারিত যারা স্ব-স্ব ইভেন্টে প্রতিযোগিতা করেছেন।

ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক(ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় উপ-উপাচার্য বলেন, সুস্থ দেহ গঠন, মনন ও মেধাকে শাণিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

একাডেমিক ক্ষেত্রে উৎকর্ষ সাধনের পাশাপাশি খেলাধুলায়ও নৈপুণ্য দেখানো প্রয়োজন। খেলায় যারা বিজয় লাভ করেছেন তাদের বিশেষ সাধুবাদ জানান উপ-উপাচার্য। তবে বিজিতদের নিরাশ না হয়ে ভবিষ্যতে বিজয় লাভের জন্য সঠিক শিক্ষা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে ট্রেজারার বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের উৎফুল্ল রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। এক্ষেত্রে শিক্ষার্থীদের মেধার বিকাশে যেকোনো প্রয়োজনীয়তাকে স্বাগত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রভোস্টসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, একইদিনে বশেমুরকৃবি’র প্রাইমারি এবং হাইস্কুলের শিক্ষার্থীদেরও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর