বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ ডাকাত আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মাহবুব খান (৩৫) নামে এক আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
এসময় তার কাছে থেকে একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়। আটককৃত মাহবুব খান কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ী বাড়ি গ্রামের চান খানের ছেলে।
সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচিলা বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে আটক করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ৪৬ ইঞ্চি একটি টিভি মাহবুবের নিজবাড়ি থেকে এবং সলঙ্গা এলাকারের একটি দোকান থেকে আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন। এসময় ডিবি’র (ওসি) আরো জানান, এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো ৮টি ডাকাতি মামলা রয়েছে। এরআগে শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত ১১টায় উল্লাপাড়ার পাঁচলিয়া বাজার এলাকা থেকে মাহবুব খানকে আটক করা হয়।