শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিভাগীয় ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন বেতাগীর খাইরুল ইসলাম মুন্না বেস্ট অর্গানাইজার এওয়ার্ড পেলেন আপেল রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন টায়ার এর মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার লাইট হাউজ এর উদ্দ্যেগে কুড়িগ্রামে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শিবরাম আদর্শ পাবলিক স্কুল কোনাবাড়ীতে আবাসিক হোটেলে পতিতাবৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন গাকৃবিতে শহিদদের স্মরণ করে ২১শে ফেব্রুয়ারি পালিত কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কোনাবাড়ী শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

গাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে অনুষদের ১২তম ব্যাচের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানটি গেল ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক এবং ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর ১২তম ব্যাচের পক্ষ থেকে সারাবান তহুরা এবং নবীনদের পক্ষ থেকে রাফাত আহমেদ তাদের স্বপ্নময় স্মৃতিচারণ করেন।

পরে নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, নবীন-প্রবীণ মিলে আজকের অনুষ্ঠান এক নতুন মাত্রায় উপনীত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৈপুণ্যের জন্যই এ বিশ্ববিদ্যালয় আজ বিশ্ববিখ্যাত সকল আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ও আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবময় স্থান অর্জনে সক্ষম হয়েছে।

ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সফলতা মানেই এ বিশ্ববিদ্যালয়ের সফলতা সুতরাং জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে সামনের কঠিন পথ পাড়ি দিয়ে নিজেদের অনন্য উচ্চতায় পৌছাতে হবে। এক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হিসেবে নিজেদের গড়ে তোলার উপদেশ দেন উপাচার্য। দুই পর্বে বিভক্ত নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের স্মৃতিস্মারক তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে অনুষদীয় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর