রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর 

রিপোর্টারের নাম : / ৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি ভয়েস অব কাজিপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিরলসভাবে প্রচেষ্টা জারি রেখেছে। গত এক যুগের অধিক সময় ধরে প্রায় ৫০ হাজার অসহায় মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্নভাবে সহায়তা ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

এ ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন মেধাবীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এর আগে ৭০০ জন শিক্ষার্থী মেধা যাচাইয়ের সুযোগ পায়। বৃত্তি হিসেবে নগদ অর্থ, ব্যাগসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, শিশুতোষ বই এবং সনদ বিতরণ করা হয়।

ভয়েস অব কাজিপুরের সভাপতি জান্নাতুল হক শাপলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আসকার পাইন। সংগঠনটির উপদেষ্টা আনিছুর রহমান ও সাহিত্য বিষয়ক সম্পাদক, কবি ও সাহিত্যিক রিপন আহসান ঋতুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, সংগঠনটির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান খসরু পারভেজ, সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট আবুল কালাম আজাদ প্রমূখ। এ সময় সংগঠনটির বিভিন্ন দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী শেষে অতিথিদেরকে কাজিপুরের ঐতিহ্যবাহী খাবার ‘পিটুলী’ ভোজ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভয়েস অব কাজিপুর গত ১যুগ ধর চরাঞ্চলসহ উপজেলার প্রায় ৫০ হাজার প্রান্তিক পর্যায়ের মানুষের জীবন জীবিকা ও উপার্জনের উন্নয়নে পাশে রয়েছে। এদের স্বাবলম্বী করতে কখনো ঘর,  ক্ষুদ্র ব্যবসায়ীক মূলধন, বিধবা ও স্বামী পরিত্যক্তদের সেলাই মেশিন, রিকশা, ভ্যান, গবাদিপশু, এমনকি অসহায় পরিবারের সদস্যদের বেসরকারি চাকরির ব্যবস্থা করা, শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের নিয়মিত বৃত্তি প্রদান। প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এবং প্রতিটি ধর্মীয় উৎসবে ও দুর্যোগে বিশেষ আয়োজন করে থাকে ভয়েস অব কাজিপুর নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া  জরুরি প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারা।

একান্ত আলাপচারিতায় ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা ডাঃ আসকার পাইন জানান, লেখাপড়া শেষে বাড়ি ফিরে সুবিধাবঞ্চিতদের ফ্রি চিকিৎসা দেবেন, শুরুও করেন, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া তার আর কোন উপায় ছিল না, কিন্তু যারা চিকিৎসা নিতে আসেন তারা তো দুবেলা খেতেই পায় না, ঔষধ কিনবে কিভাবে? এটাই ভয়েস অব কাজিপুরের উৎস। এরপর পরিবর্তিত সময়ের সাথে সংগঠনও পরিবর্তন হয়েছে, সমাজের অনেক দানবীর সংযুক্ত হয়েছেন, ৫০ হাজার মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন। সমাজে অনেক বিত্তবান রয়েছেন যাদের সামর্থের সামান্যটুকু দিয়ে হলেও সুবিধাবঞ্চিতের পাশে দাঁড়াতে হবে, প্রথমে নিজের আশেপাশে, তবেই মানবিক বাংলাদেশের সূর্যোদয় হতে পারে। এ সময় তিনি ভবিষ্যতে আরো ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানান। ভয়েস অব কাজিপুরের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর