শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ‎ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুর, থানায় মামলা

লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার!

রিপোর্টারের নাম : / ১২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট:লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সীমান্ত আবাসিক হোটেলে তাদের গ্রেপ্তার করা হয়, ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ এ অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করেন।

আটককৃত ডাকাত সদস্যরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার আজগার আলী খানের পুত্র আব্দুল হামিদ খান (৩৮) তার নামে সারা দেশের বিভিন্ন থানায় ০৭ টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। অপর আসামি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ৪৬ নং রোড জিয়ানগর এলাকার মৃত সহিদ পাইক এর ছেলে লিটন (৪৫) তার নামে সারা দেশের বিভিন্ন থানায় ০৪ টি চুরি, ডাকাতি ও অস্ত্র মামল রয়েছে। অপর আসামি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাঁটু বালিগাও এলাকার বুদাই দেওয়ান এর পুত্র আয়নাল হক (৩৮) তার নামে সারা দেশের বিভিন্ন থানায় ০৬ টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

অপর আসামি একই জেলার লৌহজং উপজেলার খলাপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে নয়ন সরকার গোপালের নামে (৩৮) তার নামে সারা দেশের বিভিন্ন থানায় ০৪ টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে এবং অপর আসামি ঢাকার কেরানীগঞ্জের রুইতপুর এলাকার আনসার আলীর ছেলে আমির হোসেন (৪৮) কে ডাকাতের কাজে ব্যবহৃত একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি বাট যুক্ত চেইন, দুইটি কষ্টেপ, একটি চাকু, একটি গামছাসহ  আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি বাঁট-যুক্ত চেইন, দুইটি স্কচটেপ এবং একটি চাকু।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, ডাকাতরা আবাসিক হোটেলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তবে ধারণা করা হচ্ছে আটককৃত ডাকাত দলের আরও কিছু সদস্য বাহিরে আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর