মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হক লালমনিরহাটে বিএনপি’র নেতার বিরুদ্ধে দোকান ভাংচুরের অভিযোগ জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু সোনারবাংলা ইয়ুথ ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত যশোার সরকারি মুরগি খামারে বার্ডফ্লু শনাক্ত হওয়ায় সর্বত্র সতর্কতা ভাঙ্গুড়ায় বৃদ্ধকে পিঠে ছুরি বসিয়ে দিল যুবক বেনাপোলে ঈদে আমদানি বন্ধ থাকায় ফলের দাম বেড়েছে ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভিড়

রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হক

রিপোর্টারের নাম : / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায় জানানো হলো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্ব খুকশিয়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হককে।

সোমবার ৬ এপ্রিল পূর্ব খুকশিয়া ঈদগাঁও মাঠে  মরহুমের জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও দেওয়ান আকরামুল হক এবং থানা পুলিশের ওসি নূরে আলমসহ চৌকস পুলিশের দল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। এর আগে গত ৫ এপ্রিল বিকেলে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে উচ্চ চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাতে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রসহ বার্ধক্য জনিত নানা  রোগে ভুগছিলেন। দুপুরে তাকে সিরাজগঞ্জ রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের পরিবার ও সহযোদ্ধারা জানান, বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হক মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে ভারতের শিলিগুড়ি জেলার পানিঘাটা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবিরের প্রথম ব্যাচে গেড়িলা যুদ্ধের প্রশিক্ষণ নেন। এবং দেশে ফিরে সিরাজগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বীরত্বের সাথে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। নিজগুণে যুদ্ধকালীন একটি গ্ৰুপের কমান্ডারের দায়িত্বে ছিলেন।

যুদ্ধ শেষে দেশ গড়তে উচ্চ শিক্ষিত বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হক গ্ৰামের উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর