উল্লাপাড়ায় রাফান মটরসের কমিউনিটি মিট অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় অবস্থিত রাফান মটরসের আয়োজনে সোমবার (২৩ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে টেকনিশিয়ান কমিউনিটি মিট। রাফান মটরসের স্বত্বাধিকারী মোঃ রাসেল আহমেদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি মোটরসাইকেল কোম্পানির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এরিয়া সেলস ম্যানেজার মাসুদ রানা। তিনি সুজুকির বিভিন্ন মোটরসাইকেল মডেল, বাজারজাতকরণ কৌশল এবং বিক্রয়োত্তর সেবাসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের টেরিটরি সার্ভিস ম্যানেজার মোঃ আব্দুস সালাম। তিনি অংশগ্রহণকারী টেকনিশিয়ানদের উদ্দেশ্যে সুজুকি মোটরসাইকেলের কারিগরি দিক, মেইনটেন্যান্স ও আধুনিক প্রযুক্তি সংবলিত সেবাবিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপের টেকনিশিয়ান ও মেকানিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সুজুকি ব্র্যান্ড সম্পর্কে তাদেরকে অবহিত করা হয় এবং ব্যবহারিক জ্ঞান বিনিময়ের সুযোগ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে একটি র্যাফেল ড্র আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। কমিউনিটি মিটটির মাধ্যমে রাফান মটরস স্থানীয় টেকনিশিয়ানদের সাথে সুজুকি কোম্পানির সেতুবন্ধন তৈরি করে এবং মোটরসাইকেল সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।