শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ জব্দ

রিপোর্টারের নাম : / ৭৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাট সীমান্তে ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ও দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় ২টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কেডোডেক্স সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, বনচৌকি বিওপি’র আওতাধীন পশ্চিম বনচৌকি এবং ঝাউরানী বিওপি’র আওতাধীন উত্তর ঝাউরানী (থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট) নামক স্থানে রাতে ও দিনে বিজিবি’র ২টি বিশেষ টহলদল অভিযান চালায়। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ-৩০০ বোতল, যার বাজার মূল্য ১,২০,০০০/- টাকা ও ১টি মোটর সাইকেল, যার বাজার মূল্য ১,৪০,০০০/- টাকা, সর্বমোট বাজার মূল্য ২লক্ষ ৬০হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর