ঢাকায় আহলে হাদীস ইমাম-খতিবদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, সনদ পেলেন ২২৫ জন
স্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের অন্তর্গত সকল আহলে হাদীস মসজিদের ইমাম, খতিব ও দাঈদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বংশাল বড় জামে মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়তে আহলে হাদীসের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা হয়।
কর্মশালায় সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ সভাপতি আলহাজ্ব আওলাদ হুসাইন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক শাইখ ড. আব্দুল্লাহ ফারুক। আহবায়ক ছিলেন শাইখ ড. সফিকুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ্ব নবীউল্লাহ।
এর আগে রেজিস্ট্রেশন ফরম গ্রহণ ও জমা দেওয়ার জন্য রাজধানীর বংশাল বড় জামে মসজিদ, সালাফি জামে মসজিদ যাত্রাবাড়ি, মক্কা মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স ডেমরা, দোলেশ্বর কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ, খিলগাঁও, মাদারটেক ও মিরপুর এলাকার বেশ কয়েকটি মসজিদ নির্ধারণ করা হয়।
আয়োজকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কর্মশালায় অংশগ্রহণকারী ২২৫ জন ইমাম ও খতিবদের মধ্যে সনদ প্রদান করা হয়।








