শিরোনামঃ
গাজীপুরে মানব পাচারকারী দলের দুই সদস্য গ্রেফতার
গাজীপুরে সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন গাজীপুর মেট্রো পলিটনের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)।
গ্রেফতারকৃতরা হলেন,গাজীপুর জেলার শ্রীপুর থানার নিমুরিয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (৩০) এবং একই জেলার জয়দেবপুর থানার কাতিয়া গ্রামের নিয়ামত উল্লার ছেলে সোয়াইব (২৫)।
বৃহস্পতিবার সকাল ৮ টার সময় মহানগরীর বাসন থানাধীন পালের মাঠ সিটি ট্যুর এন্ড ট্রাভেলসের অফিস থেকে মাহবুবুর রহমানকে এবং সকাল সাড়ে দশটার সময় একই এলাকা থেকে সোয়াইব এন্টারপ্রাইজ নামক দোকান থেকে সোয়াইবকে গ্রেফতার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় কামরুন্নেছা ঝুমকা (২৫)’ নামে এক গৃহবধূকে সিঙ্গাপুর পাঠানোর জন্য প্রলোভন দেখায় এবং ওই গৃহবধূকে দেড় লাখ টাকার বিনিময়ে গত ৭ জুলাই সিটি ট্যুর এন্ড ট্রাভেল অফিসের মাধ্যমে সিঙ্গাপুর পাঠায়।
এক পর্যায়ে ঝুমকা জানায় আসামীরা সংঘবদ্ধভাবে একে অপরের প্ররোচনায় তাকে ভূয়া কাগজপত্রের মাধ্যমে সিঙ্গাপুরে (বিদেশ) কনস্ট্রাকশনের কাজের কথা বলে নিয়ে সেখান হইতে অন্যত্র টাকার বিনিময়ে বিক্রি করিয়া দেয়। তারপর হইতে তার কোন খোঁজ খবর না পাইয়া বাদী ও বাদীর মেয়ের স্বামীর পরিবারের লোকজন আসামীদের নিকট একাধিকবার বাদীর মেয়ের সহিত যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করিলে ও কোন প্রকার যোগাযোগ করিয়ে দেয়নি।
একপর্যায়ে জানা যায় বাদীর মেয়েকে সিঙ্গাপুর পুলিশ গ্রেফতার করিয়া জেল হাজতে প্রেরণ করিয়াছে। বাদী একাধিকবার আসামীদের তাহার মেয়েকে দেশে ফেরত আনিয়া দিতে বলিলে আসামীরা বিভিন্ন তারিখ ও সময় নিয়া কালক্ষেপন করিয়া তালবাহানা করিতে থাকে এবং
একপর্যায়ে বাদী সাহেরা বেগম’কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাদীর মেয়েকে অধিক টাকার বিনিময়ে সিঙ্গাপুরে বিক্রি করিয়াছে মর্মে জানায়।
এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বাসন মেট্রো থানায় মানব প্রচার আইনে মামলা করলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর








