শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

বেনাপোলে পিআর পদ্ধতি চালু ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি.আর. (Proportional Representation) পদ্ধতি চালু, জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ই অক্টোবর ২০২৫ ইং) বাদ মাগরিব বেনাপোলের দি সান রুফ রহমান চেম্বারে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা।

সভায় প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মোঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (যশোর-১, শার্শা)। সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল ইসলাম, থানা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পি.আর. নির্বাচন পদ্ধতি হচ্ছে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে ভোটের প্রতিফলন আসনে সঠিকভাবে প্রতিফলিত হয়। এতে জনগণের প্রকৃত মতামত সংসদে স্থান পায় এবং ভোট কারচুপি, সহিংসতা, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব অনেকাংশে হ্রাস পায়।”

তিনি আরও বলেন, “দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনমতের যথাযথ প্রতিফলন ঘটে না। পিআর পদ্ধতি চালু হলে প্রত্যেক নাগরিকের ভোটের মূল্যায়ন হবে এবং জনগণই হবে প্রকৃত ক্ষমতার উৎস।”

সভায় ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পিআর পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন।

বক্তারা বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক নির্বাচন অনুষ্ঠানের জন্য পিআর পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি।
সভা শেষে প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করা, অনিয়ম-কারচুপি রোধ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর