শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, আটক-১

রিপোর্টারের নাম : / ৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা।

সোমবার (১৩ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামে আমরাইদ-গিয়ায়পুর সড়কের পাশে অবস্থিত মেসার্স জমজম ট্রেডার্স মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপাসিয়ায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাস্থল থেকে ফারক মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পদ্মা অয়েল ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন, বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমল সরকার, পদ্মা অয়েল থেকে আমি ও কাপাসিয়া থানা পুলিশ উপস্থিত ছিলাম। অভিযান চলাকালে পাম্প থেকে প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং পাম্প মালিককে কাগজপত্র ঠিক করে ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এসময় স্থানীয় কিছু লোক “ভুয়া ম্যাজিস্ট্রেট” ও “ভুয়া পুলিশ” স্লোগান দিয়ে উত্তেজিত হয়ে ওঠে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত হায়েস গাড়িতে হামলা চালায়, এতে গাড়ির সামনের ও পাশের কাচ ভেঙে যায়। সংবাদ পেয়ে কাপাসিয়া থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পদ্মা অয়েলের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, “বিপিসি ও পদ্মা অয়েল যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। আমরা পাম্পে কিছু অনিয়ম দেখতে পাই, তাই ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন প্রয়োজনীয় কাগজপত্র ১০ দিনের মধ্যে ঠিক করতে।”

ওসি আব্দুর রব জানান, বিপিসির একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা করবেন। ওই মামলায় আটক ফারক মিয়াকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর