সাঁথিয়ায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উদযাপন
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : সিসা দূষণ সমাধান , আমরা আছি একসাথে ” শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে সচেতন মূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ টায় পাবনার সাঁথিয়া উপজেলার করমজা দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। (YOUTHNET GLOBAL) একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায়।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , উক্ত মাদ্রাসার শিক্ষকবৃন্দ , সাধারণ শিক্ষার্থী সহ একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন ,সিসা একটি নীরব ঘাতক, যা শিশুদের মস্তিষ্ক, স্নায়ু ও ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এই দূষণ থেকে শিশুদের রক্ষা করা এখন সময়ের দাবি।তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু সিসা দূষণের শিকার, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি।
বক্তারা আরও আহ্বান জানান পরিবেশকে দূষণমুক্ত রাখতে, সিসাযুক্ত রঙ, ব্যাটারি ও ধাতব বর্জ্যের ক্ষতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে,এবং শিশুদের জন্য একটি নিরাপদ স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তুলতে একসাথে সবাইকে কাজ করতে হবে। এ আয়োজনের মাধ্যমে সবাই আশাবাদী সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ছড়িয়ে পড়লে বাংলাদেশ শিগগিরই সিসামুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে।








