শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

যশোরে আজ থেকে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রিপোর্টারের নাম : / ২০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আজ রোববার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে শুরু হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেনের ম্যাচ। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টে দু’টি গ্রুপে ভাগ হয়ে জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করবে।

দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সদর উপজেলা ও শার্শা উপজেলা। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ্ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

‘ক’ গ্রুপে রয়েছে কেশবপুর, মণিরামপুর, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলা। ‘খ’ গ্রুপে সদর, শার্শা, ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে একদিন বিরতি দিয়ে। ২০ নভেম্বর ফাইনাল ম্যাচের সম্ভাব্য দিন ধরা হয়েছে।

চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য থাকবে পুরস্কার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে প্রদান করা হবে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার। খেলা দেখতে দর্শকদের কিনতে হবে টিকিট। যার মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে দর্শকদের জন্য থাকবে র‌্যাফেল ড্র।

সংবাদ সম্মেলনে প্রেস নোট উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, জেলা প্রশসাক আজাহারুল ইসলাম ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ।

এসময় জেলা প্রশাসক আজাহারুল বলেন, যশোরে খেলাধুলার ঐতিহ্য রয়েছে। এক সময় হকি, হ্যান্ডবল, বাস্কেটবলে জাতীয় পর্যায়ে দাপটের সাথে খেলেছে। আমরা শুধু ফুটবল খেলাকে গুরুত্ব দিচ্ছে না। পর্যায়ক্রমে সকল খেলায় আয়োজন করা হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির আহ্বায়ক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর