গাজীপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে দুর্বৃত্তের আগুন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১ টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিলো। পরে মোটরসাইকেল যোগে দুইজন যুবক বাসের পাশে
গিয়ে দাঁড়ায়।
এক পর্যায়ে তাঁরা পেট্রল ঢেলে অগ্নি সংযোগ করে মোটরসাইকেল যোগাযোগে দ্রুত পালিয়ে যায়। আশেপাশের লোকজন এসে আগুন নেভান। তবে বাসের যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান,কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে বাসটি অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
অপর দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন জানান,ফজরের আযানের কিছুক্ষণ আগে আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভি আই পি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশে পুড়ে যায়।
এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।








