অটোভ্যানের চাপায় ভাঙ্গুড়া আনসার ভিডিপি কর্মকর্তা আহত
পায় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কলেজ মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মমতাজ মহল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মরত রয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) সামিউল ইসলাম জানান, বুধবার সকালে অফিস থেকে উপজেলার পাওয়ার গ্রিড ভাঙ্গুড়া ১৩২/৩৩ উপকেন্দ্র আনসার ক্যাম্প পরিদর্শনে যান মমতাজ মহল। আনসার ক্যাম্প পরিদর্শন শেষে অটোভ্যানে করে অফিসে ফিরছিলেন। অফিসে ফেরার পথে হঠাৎ করে সামনে থেকে অজ্ঞাত নামা একটি অটোভ্যান চাপা দেয়। এতে মমতাজ মহলের ডান হাতের আঙ্গুল ফেটে গেলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, যে অটোভ্যানটি মমতাজ মহল কে চাপা দেয় সে খুব দ্রুত গতিতে এগিয়ে এসে চাপা দেয়।