শিরোনামঃ
অবরোধের সমর্থনে কোনাবাড়ীতে বিএনপির মশাল মিছিল
সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি জামায়েতের ডাকা দশম দফায় সারাদেশে ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে কোনাবাড়ী থানা বিএনপি।আগামীকাল সকাল ৬ টায় শুরু হবে এই অবরোধ। চলবে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৬ টা পর্যন্ত।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে মিছিলটি বের করে কোনাবাড়ী থানা বিএনপির নেতাকর্মীরা। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে তারা। মশাল মিছিল শেষে রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে পিকেটিং করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন,কেন্দ্রের নির্দেশে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়। তিনি বলেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখীত।
এসময় উপস্থিত ছিলেন,কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হোসেন, প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার, যুব বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিফ সেলিম, থানা বিএনপি’র সদস্য সালাম তালুকদার, কোনাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালমান শিপু, কোনাবাড়ি থানা ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দিন ফারুক বলেন, এমন খবর পাইনি। তবে খোঁজ নিয়ে দেখছি কারা করলো মিছিল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর