আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরন!
বরগুনার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরন
আমতলীতে আজ সকাল ১০.০০ ঘটিকায় স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাদল তালুকদারের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কায়সার, বিশেষ অতিথি আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুহুউল আলম নবীন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বরগুনা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল, ডেইলি অবজাড়বার এর বরগুনা জেলা প্রতিনিধি আব্দুর রহমান সালেহ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মেয়াজ্জেম হোসেন ফরহাদ, প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক মহসীন মাতুব্বর, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আবু জিহাদ, সমাজকর্মী শিউলী মালা, শিশুদের সংগঠন এনসিটিএফ সভাপতি সাজিদ আরমান সজিব, সংগঠনের ম্যানেজার কাইয়ুম আহমেদ রাব্বি প্রমুখ।
সহ সংগঠন এর স্বেচ্ছাসেবীসহ সদস্য বৃন্দ প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন বিভিন্ন সময়ে শিক্ষা উপকরণ বিতরণ, মানবিক কাজে অংশগ্রহণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কয়েকবছর যাবত সক্রিয় কার্যক্রম পরিচালনা করে আসছে।