আমেরিকান প্রবাসী আবু তাহেরের পক্ষে চরহাজারীর ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু তাদেরের পক্ষ থেকে চরহাজারী ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে৷
মঙ্গলবার বিকেল ৫ টায় প্রবাসী আবু তাহেরের বাসভবন তাহের ম্যনশনে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন উদ্ভোদন করেন চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগ৷ এতে আরো উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম শিপন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, মোঃ আবু তাহের অত্র অঞ্চলের গরিব ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে চলেছেন৷ করোনা মহামারি সহ সকল প্রাকৃতিক দূর্যোগে এই অঞ্চলের মানুষের সহযোগিতায় পাশে ছিলেন এই প্রবাসী এবং ভবিষ্যতে ও সকল বিপদে আপদে তার এই সাহায্য সহযোগিতা চলমান থাকবে বলে আশ্বাস প্রদান করেন আমেরিকান প্রবাসী মোঃ আবু তাহের৷