আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম
নরসিংদীর শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা।নরসিংদীর শিবপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া গ্রামে নির্মাণ করা ১০টি ঘর পরিদর্শন করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ ও বাণিজ্য) আবি আব্দুলস্নাহ (উপ-সচিব), উপ-পরিচালক (জরিপ) মনিরুজ্জামান (উপ-সচিব)। এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ইবনুল হাসান ইভেন, শিবপুরের ইউএনও জিনিয়া জিন্নাত, এসি ল্যান্ড শাহরুখ খান, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ, সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির আহমেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।