সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! সীতাকুণ্ডে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির ও নাগরিক সমাজ লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু

ইউএন‘র বদলীর আদেশ প্রত্যাহারের দাবী, বেতাগীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রিপোর্টারের নাম : / ২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় নান শ্রেনী পেশার জনসাধারণ। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেতাগী শহরে প্রবেশের মুখ ঘেরাও করা হয় এবং টাউন ব্রিজ ও বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে কর্মসূচির স্থলে পুলিশ আসলে শিক্ষার্থীরা পরবর্তি ঘোষণা দিয়ে শৃঙ্খললভাবে কর্মসূচি সাময়িক বন্ধ করে নিজ বাড়িতে ফেরেন শিক্ষার্থীরা।

কর্মসূচি চলাকালীন তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ গত ৩০ জুন ২০২৩ তারিখে বেতাগীতে যোগদানের পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন করেছেন। আর বেতাগীতে যাকে পদায়ন করেছে বাউফলের ইউএনও বশির গাজী। তিনি একজন বিতর্কিত কর্মকর্তা। তাকে অপসারণের জন্য আজ একইদিনে আন্দোলন করছেন বাউফলের ছাত্রজনতা। এরকম একজন কর্মকর্তাকে কোনভাবেই বেতাগীতে মেনে নেয়া হবে না। তারা আরো বলেন, ফারুক আহমেদ একজন জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি স্বার্থন্বেষী গোষ্ঠী তাকে এখান থেকে প্রত্যাহারের জন্য চক্রান্ত করছে।আমরা ইউএও‘র বদলীর আদেশ প্রত্যাহ্র হওয়ার আগ পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবো।
এদিকে বদলীর বিষয়ে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন জানান, অভ্যান্তরীণ কারনে নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের বদলী করা হয়েছে। অন্য দিকে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, বেতাগী ইউএনওর বদলীর জন্য শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় বরিশালের বিভাগীয় কমিশনার মহোদয়কে অবিহিত করা হয়েছে। গত ১০ নভেম্বর স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদকে পটুয়াখালী বাউফল উপজেলায় একই পদে পদায়নের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর