শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

উল্লাপাড়ায় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

রিপোর্টারের নাম : / ৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
Screenshot

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ৪টায় উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন। তিনি দুর্গাপূজাকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উল্লেখ করে বলেন, দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণই আমাদের সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তোলে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেটিই সবার কামনা। আর দুর্গোৎসবকে কেন্দ্র করে সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক এটাই প্রত্যাশা।

শাড়ি বিতরণকালে নারীরা এ সাহায্য গ্রহণ করেন। উপহার পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন, বিএনপি নেতা আকরাম হোসেন ওয়ারেস, পৌর বিএনপির সাবেক নেতা গোলাম আউলিয়া, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেকাত হোসেনসহ

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর