উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে ৩ হাজার ৩৯ জন অসহায় গরীবদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারভিজিএফ এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে ৷
রবিবার সকাল সাড়ে ১০ টায় দূর্গানগর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগেরসিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন হিরু । এ সময় উপস্থিত ছিলেন , দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফসার আলী, উপজেলাআওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম , ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা আজাহুরুল ইসলাম , ইউপি সচিব হেলাল উদ্দিনসহ সকল ইউপি সদস্য ।
এ সময় দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহারযথাযথ ভাবে সংসদ সদস্য তানভীর ইমাম এর দিকনির্দেশনা দূর্গানগর ইউনিয়নের গরীব ও দুস্হ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতারণ করা হয়েছে । এ সময় উপস্থিত জনগনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি তানভীর ইমামেরপক্ষ থেকে পবিত্র ঈদ– উল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানানো হয় ।