শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

উল্লাপাড়ার বালসাবাড়ি বাজারে ড্রেনেজ সংকটে চরম ভোগান্তি! নোংরা পানি ও দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী-ক্রেতারা

রিপোর্টারের নাম : / ৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
Screenshot

আল-আমিন ,উল্লাপাড়া  :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি বাজারে ড্রেনেজ ব্যবস্থার অভাবে দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা। বাজারের প্রধান সড়কসহ আশপাশের এলাকাগুলোতে কোনো নালা বা ড্রেন না থাকায় বাজারের ময়লা পানি এবং মাছ বিক্রির নোংরা পানি রাস্তায় জমে দুর্গন্ধ সৃষ্টি করছে।

বিশেষ করে মাছ বাজারের পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই নোংরা পানি বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সামান্য বৃষ্টিপাত হলেই পুরো বাজারে হাঁটাচলা করা কঠিন হয়ে যায়। পানি জমে ছোট ছোট পুকুরের মতো অবস্থা তৈরি হয়, যা কয়েকদিন পর্যন্ত শুকায় না। এতে স্থানীয় দোকানদারদের দোকানপাটে পানি ঢুকে ব্যবসারও ব্যাপক ক্ষতি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা বলেন, একটু বৃষ্টি হলেই বাজারের ভেতরে পানি উঠে যায়। পঁচা মাছের পানি, কাদা আর দুর্গন্ধে টিকেই থাকা যায় না। অথচ প্রতিদিন শত শত মানুষ এখানে বাজার করতে আসে। প্রশাসন কিংবা ইউনিয়ন পরিষদের কেউ এই ভোগান্তি দেখতে আসে না।

স্থানীয় বাসিন্দা আমিরুল  জানান, বালসাবাড়ি বাজার দূর্গানগর ইউনিয়নের একটি ব্যস্ত বাজার। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এখানেই প্রতিদিন কেনাকাটা করতে আসে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাছ বাজারের পানি ও একটু বৃষ্টি হলেই বাজার ডুবে যায়। রাস্তাগুলো কাদায় পিচ্ছিল হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

বাজারের ব্যবসায়ী দিলবার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ব্যবসা করতে এসে প্রতিদিন নোংরা পানি আর দুর্গন্ধ সহ্য করছি। মাছ বাজারের পানি রাস্তায় জমে থেকে পুরো বাজারের পরিবেশ নষ্ট করছে। ড্রেন না থাকায় বাজারের পানি বের হওয়ার কোনো পথই নেই। ফলে প্রতিদিনই আমরা এবং ক্রেতারা এই দুর্ভোগের শিকার হচ্ছি।

অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই স্বীকার করেছেন যে, ড্রেনেজ না থাকায় বাজারের পরিবেশ দিন দিন নোংরা হয়ে পড়ছে এবং এতে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। তারা বলেন, ড্রেন নির্মাণ  বাস্তবায়িত হলে এলাকাবাসী এই জলাবদ্ধতা ও দুর্গন্ধের হাত থেকে মুক্তি পাবে।

এ বিষয়ে দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, বালসাবাড়ি বাজারের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে এগিয়ে আসে, তাহলে বালসাবাড়ি বাজার আবারও একটি পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব বাজারে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর