উল্লাপাড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক – কৃষাণীর প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক -কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল-২০২৩) সকাল হতে দিনব্যাপী TCDP এর আওতায় ঘোষগাঁতী কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণে দুইদিনে ২ ব্যাচে ৬০ জন কৃষক- কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার ২৫ এপ্রিল দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলার বিভিন্ন কার্যক্রমের তদারকি করেন এবং পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন এবং প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর। এসময়ে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ.কে.এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, শাহাবুদ্দিন আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন অন্যান্য কর্মচারীগণ, কৃষক কৃষাণী গণ ।