এয়ারপোর্টে সিভিল এভিয়েশনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর এয়ারপোর্টে সিভিল এভিয়েশন কন্ট্রাক্টর কল্যাণ সংস্থার আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে আগস্ট (বৃহস্পতিবার) সিএটিসি জামে মসজিদে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন কন্ট্রাক্টর কল্যাণ সংস্থার সভাপতি, ঢাকা মহানগর উত্তর আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন সিভিল এভিয়েশন কন্ট্রাক্টর কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক উছরুল ওয়াছে অশ্রু।
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি। আরও উপস্থিত ছিলেন শাহজাহান আলী মন্ডল, এস.এম মকবুল হাসান, নুরুজ্জামান ফারুক, মোস্তাক আহমেদ, রেজাউল করিম মোল্লা,মোঃ বেলাল হোসেন,মোহাম্মদ আলী,আহসান,মুনির উদ্দিন তালুকদার, মোঃ মুমিন উল্লাহ খান সহ সিভিল এভিয়েশনের ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।