কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের উপর হামলা
কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার ওয়ার্ড পর্যায়ের নেতার হামলার শিকার হয়েছেন। উপজেলার সিমান্তবাজারে ১৫ এপ্রিল দুপুরে হামলার ঘটনা ঘটে। ঘটনায় সন্ধা পর্যন্ত থানায় কোনো মামলা রুজু না হলেও গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শামীম তালুকদারকে(৫৫) গ্ৰেফতার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তারা উভয় গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্ৰামের বাসিন্দা।
আহত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার জানান,
ঘটনার দিন দুপুরে সিমান্তবাজার এলাকায় গেলে দুদফায় হামলা চালানো হয়। মাথায় ও ডান বাহুতে আঘাত প্রাপ্ত হয়েছেন, বাসায় চিকিৎসা চলছে, অবস্থা বুঝে হাসপাতালে ভর্তি হবেন। থানায় অভিযোগ করবেন জানিয়েছেন।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, মারামারির প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে, এলাকায় কিছুটা উত্তেজনা থাকার কারনে জড়িত একজনকে গ্ৰেফতার করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গান্ধাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হামলাকারীর পরিবারের সাথে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি।