কাজিপুরে অস্ত্র ও গুলি উদ্ধার গ্রেফতার ১ জন
কাজিপুর চরাঞ্চলে বসতবাড়ি থেকে ১’টি ওয়ান সুটার গান ও ১’রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চরাঞ্চলের নাটুয়াপাড়া ফাঁড়ির পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার মনসুর নগর ইউনিয়নের পশ্চিম মাজনা বাড়ি মনসুর আলীর(৫৬) বসতবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান।
এঘটনায় বাড়ির মালিক মনসুর আলীকে আটক করেছে পুলিশ। আটক মনসুর আলী পশ্চিম মাজনাবাড়ি গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের পুত্র। কাজিপুর থানা ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, অস্ত্র মামলা হয়েছে, আটককৃত মনসুরের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি যড়যন্ত্র মূলক দাবি করেছেন মনসুর আলীর পরিবারের সদস্যরা। মনসুর আলীর স্ত্রী সখিনা খাতুন জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আমাদের বসতবাড়িতে অস্ত্র ও গুলি রেখে গিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।